জামালগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য এড. রঞ্জিত চন্দ্র সরকারকে গণসংবর্ধনা
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার রাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত লক্ষিপুর বাজারে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া। আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। এসময় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণ এমপিকে ফুলের মালা দিয়ে বরণ করেন এবং পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। এসময় ইউনিয়নবাসীর পক্ষে তিনি কানাইখালী নদী খনন, তেরানগর ব্রীজ নির্মাণ, নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে রসুলপুর পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, লক্ষীপুর থেকে হঠামারা পর্যন্ত রাস্তা নির্মাণসহ গজারিয়া বাজার থেকে আমানীপুর পর্যন্ত রাস্তা নির্মাণের জোড় দাবি তুলে ধরেন। এসময় ইউনিয়নবাসী চেয়ারম্যানের দাবীর সাথে একমত প্রকাশ করেন।
পরে প্রধান অতিথি এড. রঞ্জিত চন্দ্র সরকার ইউনিয়নবাসীর দাবির যৌক্তিকতা তুলে ধরে তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়েছি। আপনারা ধৈর্য ধরুন, আমি মাননীয় কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি। যেহেতু প্রকল্পগুলো অনেক ব্যায়বহুল তাই একটু সময় লাগবে। আমি আপনাদের সকল দাবী পূরণ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জেলা পরিষদ সদস্য দ্বীপক তালুকদার, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা আ’লীগ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হুমায়ুন কবিরসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।