রেইনবো পেইন্টে সিলেট জোনে প্রথম হওয়ায় মর্ডান জেনারেল স্টোরকে সংবর্ধনা
আরএফএল এর রেইনবো পেইন্ট কর্তৃক আয়োজিত সিলেট জোনে জোনাল ২০২৩-২৪ সালে ১ম স্থান অর্জন করায় মেসার্স মর্ডান জেনারেল স্টোরকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) রাতে জাফলংয়ের মামার বাজার এলাকায় মেসার্স মডার্ন জেনারেল ষ্টোরের আয়োজনে পরিচালক মো. শাহআলমের সভাপতিত্বে ও রেইনবো জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্রাঞ্চের এসআর কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল কাওসার ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডা. মো. আব্দুন নূর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেইনবো পেইন্টের সিলেটের জোনাল ম্যানেজার মো. তাহমিদুর রহমান, কানাইঘাট শাখার শো-রুম ইনচার্জ অমিতাভ রায়, বৃহত্তর মামার বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে আরএফএল রেইনবো পেইন্টের সিলেট জোনে প্রথম স্থান অর্জন করায় বিশেষ সংবর্ধনা হিসেবে মর্ডান জেনারেল স্টোরের পক্ষে অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পরিচালক মো. শাহ আলম আহমেদ।