ফাইনালের দিকে এগিয়ে রিয়াল
দৈনিকসিলেটডেস্ক
ব্রাহিম দিয়াজের মনোমুগ্ধর গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দিকে নিজেদের পথ এগিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাব লাইপজিগকে ১-০ গোলে হারিয়ে এই আসরে সুবিধাজনক অবস্থানে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গতকাল মঙ্গলবার লাইপজিগের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলায় ম্যাচের একমাত্র গোলে জয় পায় রিয়াল। জুড বেলিংহ্যামের বদলি হিসেবে খেলা দিয়াজই গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়ালকে জয় এনে দেন।
অবশ্য খেলার আগেই রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বেলিংহ্যাম দলে না থাকার কারণে চিন্তিত নন তিনি। কারণ, বেলিংহ্যামের অভাব দিয়াজ কিংবা হোসেলু পূরণ করে দিবে।
খেলার মাঠে হলো তাই। ইনজুরিতে থাকা বেলিংহ্যামের অভাব ঠিকই পূরণ করলেন দিয়াজ। তবে গতকালের জয় কেবল দিয়াজের একার অবদানে হয়নি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রিয়ালের ইউক্রেনীয় গোলরক্ষক এন্ড্রি লুমিন। তার দারুণ সেভে রিয়ালের জালে বল জড়াতে পারেনি লাইপজিগ। স্বাগতিকদের বিপক্ষে এই জয়ে টানা ৭ জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন ছিল।এই ম্যাচে যা হয়েছে ( সেটি বিবেচনায়)। প্রথমার্ধের শুরুটা এবং দ্বিতীয়ার্ধের পুরোটা সময় কঠিন ছিল। লুনিন দুর্দান্ত খেলা খেলেছে, তারা সেরা খেলাটা খেলেছে। আমরা বল পাসের ক্ষেত্রে দুর্দান্ত ছিলাম। আমরা আরও গোল করতে পারতাম তবে আমরা ড্রও করতে পারতাম। এটি একটি ছোট সুবিধা।’