সুনামগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত

দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধে মাটি ফেলতে গিয়ে ড্রাম ট্রাক উল্টে চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার ভান্ডারবিল হাওরের ২৫নং প্রকল্পের নয়া জাঙ্গাল স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত গাড়ির চালক দীন ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বিশ্বরূপ দাস।
জানা যায়, ভান্ডারবিল হাওরের ২৫নং প্রকল্পে প্রতিদিনের ন্যায় মাটি ফেলার কাজ করে আসছিলেন। রবিবার বেলা ১টায় নয়া জাঙ্গাল স্থানে মাটি ফেলতে গিয়ে ড্রাম ট্রাক উল্টে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় বলে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।