শাল্লায় সাবেক চেয়ারম্যান বিবাকানন্দ মজুমদার আর নেই

নিশিকান্ত সরকার, শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার আর নেই। তিনি উপজেলার হবিবপুর ইউপির নয়াগাঁও গ্রামের বসন্ত কুমার মজুমদারের বড় ছেলে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১বছর। বিবেকানন্দ মজুমদার স্ত্রী ২ ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রেখে গেছেন। বিবেকানন্দ মজুমদারের তিন সন্তানই সরকারি চাকুরীজীবী। তারা হলেন-বিপ্লব মজুমদার, বিপ্রেশ মজুমদার ও মেয়ে স্বর্ণালী মজুমদার।
জানা যায়, ১১দিন ধরে আইসিইউতে থাকার পর মৃত্যুর কাছে হার মানেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে বিবেকানন্দ মজুমদারের শেষকৃত্যানুষ্ঠান হবে নয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে। তার মৃত্যুর খবর শুনে শোকার্ত উপজেলাবাসী। বিবেকানন্দ মজুমদার ২০১৪ সাল থেকে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করে গেছেন। ২০১৬ সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলার ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের হাতধরে রাজনৈতিতে আসেন বিবেকানন্দ মজুমদার বকুল।