ছাত্রলীগ কর্মী আবুল হাসান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দৈনিকসিলেটডটকম
নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী, ২৫নং ওয়ার্ডের মোমিনখলা মহল্লার বাসিন্দা, আবুল হাসান হত্যাকারীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় নগরির হুমায়ুন রশীদ চৌধুরী চত্বরে ২৫নং ওয়ার্ডবাসীর ব্যানারে ছাত্রলীগ কর্মী আবুল হাসান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
সাবেক সিটি কাউন্সিলর মোঃ আশিক আহমদের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী রাজন আহমদের পরিচালনায় কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহত আবুল হাসানের দূর্ভাগা পিতা আব্দুল আউয়াল। এতে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনছার আহমদ কয়েস, মোমিনখলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, স্থানীয় এলাকাবাসীর পক্ষে সাদেক উদ্দিন, সুরমান মিয়া, গিয়াস উদ্দিন, সাবেক কৃতী ফুটবলার কামরুল হাসান, ছয়ফুর রহমান, মামুন আহমদ, আজহার আহমদ সিজিল, রুমন আহমদ, জুবায়ের আহমদ জিদান, সন্ত্রাসী হামলায় আহত জাবের আহমদ, মহররম আহমদ প্রমুখ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে হত্যাকারী আসামীদের গ্রেফতার করা না হলে এলাকাবাসী বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হবেন।
উল্লেখ্য, এলাকাবাসীর ব্যানারে আয়োজিত শুক্রবারের মানববন্ধনে স্বতস্ফূর্তভাবে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।