অভিনেত্রী জয়াকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ

দৈনিকসিলেটডেস্ক
ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া প্রদাকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উত্তর প্রদেশের একটি আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়ার বিরুদ্ধে হওয়া দুই মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মার্চের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন প্রদেশটির রামপুরের এক আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল জয়ার বিরুদ্ধে। আর এই দুই মামলায় বিশেষ সংসদ সদস্য-বিধায়ক আদালত বারবার তাকে সমন জারি করলেও তিনি একবারও উপস্থিত হননি। অভিনেত্রীর বিরুদ্ধে সাতবার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাকে আদালতে হাজির করানো যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশ আদালতকে জানিয়েছে, জয়া গ্রেপ্তারি এড়াচ্ছেন। এবং তার সমস্ত মোবাইল ফোন নম্বর বন্ধ রেখেছেন।
আদালতটির বিচারক শোভিত বনসল জয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে তাকে ‘পলাতক’ ঘোষণা করলেন। রামপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট একটি দল গঠন করার নির্দেশও দিয়েছেন তিনি। সেই দলের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছে জয়াকে গ্রেপ্তার করে, আগামী ৬ মার্চ শুনানির দিন তাকে আদালতে হাজির করতে।
উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন জয়া। কিন্তু সমাজবাদী পার্টির আজম খানের কাছে হেরে যান তিনি। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়েই জয়ী হন জয়া। পরে তাকে বহিষ্কার করে অখিলেশ যাদবের দল।
জয়া প্রদা তেলেগু ছবির অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। হিন্দি ও তামিল ছবির জন্যও ব্যাপক পরিচিতি রয়েছে তার। গত শতকের ৭০, ৮০ ও ৯০ দশকের শুরুতে অসংখ্য ছবি মুক্তি পেয়েছে জয়ার। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ও অভিনীত ‘আমি সেই মেয়ে’ নামের বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটিতে বাংলাদেশ থেকে আলমগীর, শাহিন আলম প্রমুখ অভিনয় করেন।