বালিজুরি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি”

তাহিরপুর প্রতিনিধি
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে বালিজুরি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ইদ্রিস আলী সভাপতিত্ব করেন।
জেলা অফিসের উপপরিচালক (রু: দা:) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ মুজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আসাদ মিয়া,বীর মুক্তিযোদ্ধা ইমান আলী।
বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তী প্রজন্মের কাছে তুকে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনান।
প্রধান অতিথি বলেন,মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ তিতীক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে,দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রু: দা:) মোঃ আব্দুছ ছাত্তার জানান,অনুষ্ঠান শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।