সবিস শাবিপ্রবি শাখার নেতৃত্বে দিপুরাম-রিত্তিকা-সফল

দৈনিকসিলেটডটকম
গত ৬ই মার্চ শাবিপ্রবির বাস্কেটবল গ্রাউন্ডে এক বর্ণাঢ্য সন্ধ্যানুষ্ঠানের মাধ্যমে সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার ৮ম কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়েছে। ৮ম কার্যনির্বাহী সংসদের সভাপতি বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শ্রীদিপুরাম রায়, নির্বাহী সভাপতি একই বিভাগের চতুর্থ বর্ষের শ্রীমতি ঋত্বিকা সাধু ও সাধারণ সম্পাদক পলিটিক্যাল স্ট্যাডিস বিভাগের চতুর্থ বর্ষের শ্রীসফল দাস।
এছাড়াও সহ-সভাপতি প্যানেলে আছেন শ্রী নন্দন কুমার বিশ্বাস, শ্রী আশিক কুমার, শ্রী আকাশ তালুকদার, শ্রী পিয়াস সাহা, শ্রী রজত মজুমদার, শ্রীমতি অর্পিতা সাহা, শ্রী ফুলেন সরকার, শ্রী প্রবেশ দেবনাথ, শ্রীমতি অনুসূয়া আচার্য্য।
সহ-সম্পাদকবৃন্দ হলে শ্রী সজীব রায়, শ্রীমতি পান্না সরকার, শ্রী মৃদুল রাজবংশী কৌশিক, শ্রীমতি পলি রাণী দাস।
সংগঠনের কোষাধ্যক্ষ পদে আছেন শ্রী প্রদীপ পাশী।
এছাড়াও সহ-কোষাধ্যক্ষ পদে আছেন শ্রী শাত্তন দেবনাথ, শ্রীমতি প্রাপ্তি সাহা, শ্রী অর্ঘ্য কানুনগো,শ্রী রবিন সরকার।
সংসদের সাংগঠনিক দায়িত্বে আছেন শ্রী টগর পাল। সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন শ্রী অভি শীল, শ্রীমতি ফাল্গুনী ভৌমিক, শ্রী উদয় সাহা চঞ্চল, শ্রী বাপ্পী সরকার।
দপ্তর সম্পাদক শ্রী সুজন সূত্রধর। সহ-দপ্তর সম্পাদক শ্রী জয় কৈরি জয়, শ্রীমতি কপতি বসাক,শ্রী হৃদয় কুমার ঘোষ, শ্রী জয়দেব চন্দ্র সরকার।
প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী তন্ময় দে। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী স্নেহাশিস ভট্টাচার্য্য, শ্রীমতি বৃষ্টি সরকার।
ধর্মচক্র সম্পাদক শ্রী হরিভক্ত অধিকারী প্রান্ত এবং শ্রী বাঁধন চন্দ্র পাল। সহ-ধর্মচক্র সম্পাদক শ্রী অনুদ্বীপ দাস সৃজন, শ্রী কাজল দাস, শ্রী শ্রাবণী ভৌমিক।
বৈদিক গ্রন্থাগার সম্পাদক শ্রীমতি বেদত্রয়ী চন্দ। সহ-বৈদিক গ্রন্থাগার সম্পাদক শ্রী স্বপ্নীল দাস।
তথ্য ও যোগাযোগ সম্পাদক শ্রী আনন্দ দাস এবং শ্রী প্রান্ত বিশ্বাস। সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক শ্রী ঋত্বিক দাস, শ্রীমতি প্রাপ্তি চন্দ।
আপ্যায়ন সম্পাদক শ্রী দীপ্ত বণিক এবং শ্রী প্রশান্ত মন্ডল। সহ-আপ্যায়ন সম্পাদক শ্রীমতি পূরবী সরকা, শ্রী অজয় বর্মণ।
রেড স্বস্তিকা সম্পাদক শ্রী কাঞ্চন চন্দ্র পাল ও শ্রী সৌরভ দেবনাথ। রেড স্বস্তিকা সহ-সম্পাদক শ্রী বিজয় পাল, শ্রীমতি অনামিকা চৌধুরী।
সাংস্কৃতিক সম্পাদক শ্রী রিপন সেন, শ্রী হৃদয় কুমার পার্থ এবং শ্রী অমিতাভ ভূষণ ত্রিপুরা।
সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী অচিন্ত্য দে।
অনুষ্ঠান উদযাপন সম্পাদক শ্রীমতি জানকী রায়, শ্রী অমিত দাস, শ্রীমতি ঊর্মী রায় এবং শ্রী রনি দেবনাথ।
নারী বিদ্যার্থী সম্পাদক শ্রীমতি তমা দাস। সহ-নারী বিদ্যার্থী সম্পাদক শ্রীমতি স্বর্ণা সিংহ, শ্রীমতি সপ্তমী দে।
এছাড়াও ডিপার্টমেন্ট এম্বাসেডর ১ম বর্ষের বিবিএ ডিপার্ট্মেন্টের শ্রী সৌরভ চক্রবর্তী ,লোকপ্রশাসন বিভাগের শ্রী শুভ ভট্টাচার্য এবং শ্রী ঋত্বিক পাল, বাংলা বিভাগের শ্রী সাগর মণ্ডল এবং শ্রী পঙ্কজ অধিকারী। আরও আছেন এফইটি বিভাগের শ্রীমতি সুস্মিতা কৈরি সুস, পরিসংখ্যানের শ্রী আকাশ সরকার, ফরেস্ট্রির শ্রীমতি নেহা সরকার, পলিটিকাল স্ট্যাডিসের শ্রী মিঠু দাস। সমাজবিজ্ঞানের শ্রী দুর্জয় দাস, সিইই বিভাগের শ্রী দূর্জয় সাহা, অর্থনীতির শ্রী রাজন সাহা সানি, সিএসই বিভাগের শ্রীমতি প্রিয়া রাণী ভক্ত।
নির্বাহী সদস্য হিসেবে আছেন শ্রী বিপ্লব কান্তি দাস, শ্রী প্রান্ত সরকার, শ্রী জয় চন্দ্র সরকার, শ্রী অন্তু গোপ, শ্রীমতি ত্রয়ী দেবনাথ, শ্রীমতি সূচনা রাণী দাস পূজা
শ্রীমতি ঋতু রায়, শ্রীমতি ঝুমুর রায়, শ্রীমতি মন্দিরা চৌধুরী, শ্রীমতি মুক্তা দাস, শ্রী সরল আচার্য্য , শ্রী প্রীতম সাহা, শ্রীমতি প্রিয়ন্তী দাস, শ্রীমতি পূজা রাণী দাস অন্তি, শ্রী ঝুটন দাস, শ্রী তন্ময় কর্মকার সাগর।
বিদ্যার্থী উপদেষ্টা হিসেবে ৮ম কার্যনির্বাহী সংসদে আছেন মাস্টার্স অধ্যায়নরত শ্রী উৎপল রায়, শ্রী নিলয় হালদার, শ্রী স্বরুপ সরকার, শ্রী পার্থ ঘোষ, শ্রীমতি শ্রাবণী সূত্রধর, শ্রী ধ্রুব দাস, শ্রী রাজেশ যাদব, শ্রী দেবজিৎ বসাক।
সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার উপদেষ্টাবৃন্দ এফইএস বিভাগের অধ্যাপক ড. শ্রী নারায়ণ সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়,গণিত বিভাগের অধ্যাপক ড. শ্রীমতি চন্দ্রানী নাগ, একই বিভাগের অধ্যাপক ড. শ্রী হিমাদ্রী শেখর চক্রবর্তী,এফইটি বিভাগের অধ্যাপক ড. শ্রী অনিমেষ সরকার। সমুদ্রবিজ্ঞান বিভাগের ড. শ্রী সুব্রত সরকার,সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শ্রী অয়ন চক্রবর্তীসহ সকলেই নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও মঙ্গলকামনা করেছেন।