রমজান উপলক্ষে হেল্পিং হ্যান্ডস ইউকে নওয়াগ্রাম’র ইফতার সামগ্রী বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি
মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো এলাকার গরীব অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে নয়াগ্রাম হেল্পিং হ্যান্ডস ইউকে।
শনিবার (৯ মার্চ) রমজান উপলক্ষে গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী প্রদান করা হয় প্রবাসী এই সংগঠনের পক্ষ থেকে।
এলাকার মুরব্বিয়ান ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংগঠনের দায়িত্বশীলরা গরীব অসচ্ছল দরিদ্র পরিবারের বাড়িতে ইফাতারের উপহার সামগ্রী পৌছে দেন। ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল,২ লিটার তৈল,৫ কেজি পেয়াজ,৫ কেজি ছোলা,৫ কেজি ডাল, ১ কেজি খাজুর ও ১ কেজি লবণ সহ মসলা সামগ্রী প্রদান করা হয়।
ইফতার সামগ্রী বিতরনে উপস্থিত হ্যাল্পিং হ্যান্ডস ইউ কে’র সদস্য মো: ফখরুল ইসলাম, মো:আতিক হোসাইন, বিয়ানীবাজার পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইফুল ইসলাম সায়েক, নবীন সংঘ নয়াগ্রামের (ভারপ্রাপ্ত)সভাপতি শামছ উদ্দিন, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিউল আলম স্বপন,শিক্ষা বিষয়ক সম্পাদক মো: তারেকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক রাসেল রহমান রুমি, সিনিয়র সদস্য জনাব জসিম উদ্দিন, জনাব মো: দেলওয়ার খান, মারজান, আব্দুল কাদির, গোলাম রেজা তোফা,আব্দুস সামাদ লিপু, এমদাদুল হক ইমরান, সাহেদ, আহমদ সাঈদ,মোর্শেদ,খালেদ,ইমরান, অপু, হাসান, হামিদ, মাহি ইমরান হোসেন, জীবান আহমেদ, অলিউর, জানে আলম, সহ আরও অনেকে।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, নয়াগ্রামে হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রবাসী নেতৃবৃন্দরা সবসময় গ্রামের খোঁজ খবর রাখছেন এবং সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করছেন। এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।