চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের ৪ জন নি হ ত, শোকের ছায়া

দৈনিকসিলেটডেস্ক
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জ, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাতে নবীগঞ্জ থানা পুলিশ, আজমিরীগঞ্জ থানা পুলিশ ও মৃতদের পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডে মারা যাওয়ারা ব্যক্তিরা হলেন, আজমিরীগঞ্জ পৌর শহরের শরীফ নগরের মৃত লালমন মিয়ার ছেলে নজির হোসেন (৩৫), নবীগঞ্জ উপজেলার রামপুর বাসিন্দা ফজলুর রহমানের ছেলে লিমন (১৮), একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র রাসেল (১০) ও শহরতলীর উমেদনগর এলাকার সামছুউদ্দিনের ছেলে হোসাইন (৬)। নবীগঞ্জের দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার (ওসি) মো. মাসুক আলী। তিনি বলেন, রাজধানীর সাভার থানা থেকে লিমন ও আব্দুল জব্বার মারা যাওয়ার খবর এসেছে।
জানা গেছে, গত ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাÐের ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হবিগঞ্জের চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া নিহত শিশু হোসাইনের মা-বাবাও আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আজমিরীগঞ্জের বাসিন্দা নজির মিয়ার পরিবারের সদস্যরা জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ শুক্রবার মারা গেছেন নজির মিয়া আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী দিপালী।
নজির জীবিকার তাগিদে পরিবার নিয়ে চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় ওসমান গণি ভবনের ৩য় তলায় থাকতেন। শুক্রবার রাত ১১টায় নজির হোসেনের মরদেহ আজমিরীগঞ্জে নিয়ে আসা হয়। পরে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এসব ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।