সিলেট নগরীর টিলাগড়ে এক যুবক গুলিবৃদ্ধ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন :
সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে রাজমহল সুইটমিটের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক যুবক । গত ১১ নভেম্বর রাত অনুমান ৮ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, আহত যুবক শামীম আলী সিলেট এমসি কলেজের সাবেক ছাত্র। ঘটনার সময় তিনি রাজমহল সুইটমিটের পাশে বসে চা পান করতেছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এসে তার উপর অতর্কিত হামলা করে।এ সময় তারা শামীম আলীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার মাথার পেছনে লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তার সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা বা পারিবারিক কলহের জেরে তাকে এই হামলা করা হতে পারে।