ইফতার মাহফিল ও সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

দোয়ারাবাজার প্রতিনিধি
সিলেটে বসবাসরত দোয়ারা বাজার উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সংগঠন “সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি” এর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল সিলেটের অভিজাত হোটেল রেইনবো গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
মুফতি মাওলানা মোঃ আব্দুস সালাম”র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মো: শমশের আলীর সভাপতিত্বে মো: ছায়াদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের অন্যতম উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ইদ্রিস আলী (বীর প্রতীক), আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, মোঃ আব্দুল হান্নান, জনাব মহিতোষ মজুমদার বসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তা অকিল উদ্দিন আহমেদ ও এম এ রহিম, উপদেষ্টা ও সাবেক সভাপতি, দোয়ারাবাজার সমিতি।
উক্ত সাধারণ সভা ও ইফতার মাহফিলের শেষ পর্যায়ে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ জনাব মো: ইদ্রিস আলী বীরপ্রতীক।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শমশের আলী, সিনিয়র সহসভাপতি মহিতোষ মজুমদার বসু, সহসভাপতি আব্দুল হান্নান, আব্দুল আওয়াল, মোঃ আতিকুর রহমান, মোঃ ছয়ফুল আলম, মোঃ সফিকুল ইসলাম শফিক, মোহন লাল দাস মৃদুল, মোঃ আবু ইউসুফ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ছাইফুদ্দিন আহমদ দিদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, মোহাম্মদ ইসমাইল মিয়া, মোঃ তাইবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, প্রভাষক সুভাষ চন্দ্র, মোঃ হারুন অর রশিদ, মোঃ জাহান আলী, মোঃ মিনার উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাহার উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম নাহিদ, এম এইচ আদর,দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ দপ্তর সম্পাদক মোঃ এহছানুল হক সজীব, প্রচার সম্পাদক মোঃ জাফর আলী, সহ প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ সাদিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ করম আলী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মোঃ নুরুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মোঃ আব্দুস সালাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাকর ভট্টাচার্য্য, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আকমল খান, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ সালমা, নির্বাহী সদস্য ছালেহা বেগম , শেখ মোঃ আবুল হোসাইন, হাফিজুর রহমার চৌধুরী (মোসাদ্দেক), দেওয়ান আশিদ রাজা চৌধুরী, জাবেদ নকিব, মোহাম্মদ নৌশাদ আলী সবুজ, আইনুল হক, মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল মালেক, মো: ফয়জুল হক প্রমুখ।
উল্লেখ্য, উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছায়াদ মিয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
পরিশেষে সভাপতি মো: শমশের আলী নির্বাচিত সকলকে অভিনন্দন, শুভেচছা জ্ঞাপন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।