শিলাবৃষ্টি আর ঝড়ের তান্ডবে লন্ডভন্ড সিলেট

দৈনিকসিলেটডটকম
শিলাবৃষ্টি আর ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সিলেট। প্রায় আধাঘণ্টা ধরে এই তান্ডবে শতাধিক বাড়ি ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। বিশাল আকারের শিল পড়ে চালে ছিদ্র হয়ে যায়। তখন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। শিলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিক্সাসহ অন্যান্য যানবাহনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জ এলাকায় বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। নগরীতে হঠাৎ শিলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদের শপিংয়ে আসা ক্রেতারা। তারা দিক বেদিক ছুটোছুটি করে বিভিন্ন মার্কেটে আশ্রয় নেন।
রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় এ শিলাবৃষ্টি।
শিলাবৃষ্টির পর থেকে সিলেটের প্রায় সব স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।সোমবার (১লা এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ অস্থিতিশীল ছিলো।
এদিকে, সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের পশ্চিমদর্শা এলাকায় একটি গ্যাসের রাইজারে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকায় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শিলার আঘাতে দুই ব্যক্তির মাথা ফেঁটে যায়। বর্তমানে স্থানীয় চিকিৎসক এর কাছে চিকিৎসা নিয়েছেন।