মাধবপুরে দুই গরুসহ চোর গ্রেফতার

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে চোরাই গরুসহ এক গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) মাধবপুর থানার পুলিশ ধৃত গরু চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এর আগে শনিবার রাত সাড়ে তিনটার দিকে মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হরিতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই গরুসহ মো: রুমান মিয়া (৪৫) নামে এক গরুচোরকে গ্রেফতার করে।
সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নের কালিমনগর গুচ্ছগ্রামের মৃত তাহের মিয়া’র পুত্র। এসময় গরু পাচার কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রাকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করেন।