কোম্পানীগঞ্জে কীটনাশক খেয়ে মহিলার আ-ত্ম-হ-ত্যা

মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরগাঁও এলাকায় বিষাক্ত ক্ষেতের কীটনাশক (নাইট্রো) খেয়ে রুবিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মৃত রুবিনা আক্তার গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামী একই উপজেলার লাবুগ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। উভয়ে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও বাসা ভাড়া দিয়ে থাকতেন।
সোমবার (১ এপ্রিল) কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের আবুল হোসেনের বাসার ভাড়াটিয়া রুবিনা আক্তার ঘরের দরজা বন্ধ করে রাত ১২টার পর কোন এক সময় বিষপান করেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় আশপাশের ভাড়াটিয়ারা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে অন্য রুম দিয়ে কাকুরাইল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে তৈবুর রহমান তিনি ঘরে ডুকে দরজা খোলেন। অন্য ঘর দিয়ে তাঁর রুমে প্রবেশ করে মাটিতে পরে থাকতে দেখে দ্রুত কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সকাল ৯টায় কোম্পানীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্য ঘোষণা করে।
স্থানীয়দের ধারণা জুবের আহমদ গরু চোর চক্রের সদস্য। পুলিশ তাঁর ভাড়া বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনার পর থেকে স্বামী জুবের আহমদ পলাতক আছেন। তার সাথে কোনভাবেই যোগাযোগ করা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান নিহতের পরিবারকে খবর দিয়ে গোয়াইনঘাট থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের স্বামীকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।