৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারায়নগঞ্জে গ্রেপ্তার
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাটের জিবধরছড়া এলাকায় একইসঙ্গে মা ও মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিনকে (২২) ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )।
গ্রেফতারকৃত সালাউদ্দিন চুনারুঘাট উপজেলার জিবধরছড়া গ্রামের হুছেন আলীর ছেলে।
সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সোমবার বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, দীর্ঘদিন পালিয়ে থাকার পর শনিবার (৩০ মার্চ) র্যাবের অভিযানে র্যাব ৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে ।
বহুদিন পরিচয় লুকিয়ে আত্মগোপনে ছিলেন সালাউদ্দিন। ওসি জানান, চুনারুঘাটের জীবধরছড়া একাই থাকতেন বিউটি বেগম। ভাই চাকরি করায় বাড়িতে কোনো পুরুষের উপস্থিতি ছিল না। সেই সুযোগ নেন সালাউদ্দিন এবং তার সঙ্গীরা। ২০২০ সালের ২ অক্টোবর রাতে তার আরও দুই সঙ্গীকে নিয়ে দলবদ্ধভাবে গণধর্ষণ করেন মা-মেয়েকে। মামলা হওয়ার পর একজন গ্রেফতার হলেও সালাউদ্দিন এবং তার আরেক সঙ্গী পালিয়ে যান। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আসামি সালাউদ্দিন ও শাকিলের অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেন। অবশেষে র্যাবের জালে ধরা পড়েন সালাউদ্দিন।