প্রশিক্ষণের বিমান ধানক্ষেতে অবতরণ

দৈনিকসিলেট ডেস্ক :
হঠাৎ নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় ধানক্ষেতের বিলে বিমানটি অবতরণ করে। যশোর বিমানবন্দর থেকে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে।
নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র মতে, ঘটনার সময় বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তবে এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও বিমান বাহিনীর বাকি সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।