ছাত্রদল নেতার বাড়িতে পুলিশি তল্লাশি ও তার পরিবারকে হয়রানীর অভিযোগ

দিরাই প্রতিনিধি :
সিলেট মহানগর ছাত্রদল নেতা আব্দুল কাদির সোহাগের বাড়িতে পুলিশি তল্লাশি ও হয়রানির খবর পাওয়া গেছে। আব্দুল কাদির সোহাগ দিরাই উপজেলার রাজনাও গ্রামের আব্দুল আহাদ এর ছেলে। গত ১৩ মার্চ রাত আনুমানিক ১ টা৩০ ঘটিকার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করলে সোহাগের পরিবারের লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট তল্লাশি অভিযান শেষে পুলিশ সোহাগকে না পেয়ে চলে যায়।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, পুলিশ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লোককে কাজ করিতেছে। রাতের অন্ধকারে নিরীহ পরিবারকে হয়রানি করায় তিনি তীব্র নিন্দা জানান।
ঘটনার বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, পুলিশ আসামি ধরার জন্য তার নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আসামীর বিরুদ্ধে ইতিমধ্যে সিলেটে একাধিক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য যায়।