বড়লেখায় নানা আয়োজনে উদীচীর নববর্ষ উদযাপন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে উদীচী শিল্পগোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা পৌর শহরের পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভিতরের মাঠে দেশত্ববোধক গান, নৃত্য ও শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পগোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব হানিফ পারভেজের উপস্থাপনায় পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বর্ষবরণ উৎসব ও বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -১ (বড়লেখা- জুড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক পরিবেশ মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সানজিদা আক্তার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন,বড়লেখা থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ আওয়ামীলীগ বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, উদীচীর উপদেষ্ঠা মন্ডলীর সদস্য গীতেশ চন্দ্র দাস, বিধান চন্দ্র দাস, আব্দুল আহাদ, লুৎফুর রহমান চুনু,জেলা পরিষদের সাবেক সদস্য হামিদুর রহমান শিপলু প্রমূখ।
এছাড়াও উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড বড়লেখা শাখার সভাপতি শাহাজাহান আহমদ,উদীচীর সহসভাপতি বিমল বর্ধন, বদরুল ইসলাম মনু, আয়াজ বাঙালী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু দাস, নাট্য সম্পাদক সালমান কবির, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক অসিম কর,জালাল আহমদ, কার্যকরি সদস্য কাজল চন্দ,কাজল দাস, আসাদুজ্জামান আসাদ।
উল্লেখ্য যে পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বর্ষবরণ উৎসব ও বই মেলার সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা করেন উদীচী শিল্পগোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শুভাশিস দে শুভ্র ও আবৃত্তি বিষয়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া লিলি।
দিনব্যাপী সকল আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।