সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি
আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনুর উদ্যোগে নিজ এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা পরিষদ কে একটি আধুনিক ও মডেল জনবান্ধব উপজেলা পরিষদ গঠন করার লক্ষে নির্বাচন করতে গত শনিবার রাতে পৌরশহরের শ্রীধরা-নবাং গ্রামের সর্বস্থরের নাগরিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় এ সময় নির্বাচনী মতবিনিময় সভায় এলাকাবাসী ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল হক রুনুর প্রতি সমর্থন জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
শ্রীধরা জনমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ রহেল ও রাশেদ খাঁন নাবিলের যৌথ পরিচালনায় পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীধরা গ্রামের মুরব্বী আহমদ মহসিন বাবর। এ সময় সকলের মতামতের ভিত্তিতে শ্রীধরা-নবাং গ্রাম থেকে একক প্রার্থী হিসেবে আশরাফুল হক রুনুর নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শ্রীধরা গ্রামের রেজওয়ান আহমেদ, হাবীবুর রহমান, হাজী আব্দুল মুকিত, ফখর উদ্দিন আহমেদ, খসরুজ্জামান খসরু, আতাউর রহমান, হাজী আব্দুস সবুর, নোমান আহমদ, জয়নুল আবেদীন, আবু নাসের পিন্টু, গিয়াস উদ্দিন, মিছবাহ উদ্দিন মন্টু, অ্যাডভোকেট ইউসুফ খান বিপ্লব, জাহিদ আহমদ রাজু, কে এই সুমন, আশরাফুল হক রুনু, জুনেদ আহমেদ, আশরাফুল আলম সাকেল, জামিল হোসেন প্রমুখ।