দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা কমিটিকে সংবর্ধনা

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপ ব্যবসায়ীদের বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ সভাপতি এম লিয়াকত আলী সভাপতিত্বে ও তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সদস্য ইসমাইল হোসেন’র, যৌথ্য পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমদ। এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করবো, তবে সৎ ভাবে ব্যবসা করবো, নিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা করবো, এবং তামাবিল স্থলবন্দর শ্রমিকের দিকে চিন্তা করে আমাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে, তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সিলেটের পাথর কোয়ারি গুলো থেকে মেনুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনে সুযোগ করে দেওয়ার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক, ফালাহ উদ্দিন আলী আহমেদ, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহসান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, সারোয়ার হোসেন ছেদু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, রিমাদ আহমেদ রুবেল, তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ সহ-সভাপতি সিআইপি জালাল উদ্দীন প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ সিনিয়র সদস্য জাকির হোসেন (আর্ম), সাংগঠনিক রুবেল মিয়া, কোষাধক্ষ আব্দুল আহাদ, সদস্য চাঁনখান, রফিক আহমেদ, শামীম আহমদসহ আরও অনেকে।