উপজেলা নির্বাচনে কোম্পানীগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে জমা দেন জেলা আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর মো. রশিদ আহমদ মনোনয়ন দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইকবাল হোসাইন, সাংবাদিক মো. আবিদুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রার্থীতা জমা দেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী আয়শা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দু’বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, মনোয়ারা বেগম ও ফাতিমা আক্তার।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ০২ মে।