কুলাউড়ায় রেলওয়ে থেকে গেটম্যানের মরদেহ উদ্ধার

দৈনিকসিলেট প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়ায় রেলওয়ে থেকে গেটম্যানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গেইটম্যানের নাম রাইয়ানুল ইসলাম। রোববার দুপুরে উপজেলার রাউতগাঁও ইউনিয়নের পীরেরবাজার এলাকায় নিহতের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি রাজশাহী আত্রাই উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতে তিনি মারা গেছেন।
পুলিশ জানায়, রায়হান প্রায় ৬ বছর যাবৎ কুলাউড়া উপজেলার রাউতগাঁও পীরেরবাজার এলাকায় গেটম্যানের দায়িত্ব পালন করে আসছেন। রোববার দুপুর দুইটার দিক থেকে তার দায়িত্ব পালন করার কথা থাকলেও অপর গেইটম্যান বার বার মুঠোফোনে কল করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তার ভাড়া বাসার দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করেন।