সম্প্রতি সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে নিসচা সিলেট জেলা শাখার মানবন্ধন বুধবার

দৈনিকসিলেট ডেস্ক :
সম্প্রতি সারাদেশের ন্যায় সিলেট বিভাগেও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ও সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ায় দুর্ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারী ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনায় নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল ২৪ এপ্রিল বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে নিসচার সকল সদস্যবৃন্দ সহ সকল শ্রেণী-পেশার জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু ও সদস্য সচিব সাইফুল করিম চৌধুরী আহবান জানিয়েছেন।