৩ হাজার টাকা প্রিমিয়ামে ৫০ হাজার টাকা স্বাস্থ্যসেবা পাবে শাবি কর্মচারীরা

শাবিপ্রবি প্রতিনিধি
স্বাস্থ্য ও জীবনবীমা প্রকল্পের আওতায় আসল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীরা। এককালীন ৩ হাজার টাকা প্রিমিয়ামে বৎসরে সর্বোচ্চ ৫০ হাজার টাকার স্বাস্থ্যসেবা পাবে সহায়ক কর্মচারী ও সাধারণ কর্মচারীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং শাবিপ্রবি কর্তৃপক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তি অনুযায়ী কর্মচারীরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, ডায়ালাইসিস, ফিজিওথেরাপির বহির্বিভাগ চিকিৎসার সুযোগ-সুবিধা পাবেন। এতে হাসপাতালে ভর্তির পর একজন কর্মচারী (বীমাভূক্ত) সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা নিতে পারবেন। অন্যদিকে ফ্যাকো সার্জারি বা কন্টাক্ট অপারেশনের ক্ষেত্রে প্রতিটি চোখের চিকিৎসা বাবদ সর্বোচ্চ ২৫ হাজার টাকা সুবিধা পাবেন তারা।
সমঝোতা স্বারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। অন্যদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রচেষ্টা ও প্রতিকূলতা পার করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এ সুবিধা পাচ্ছে। কর্মচারীরা অসুস্থ হলে একসঙ্গে পর্যাপ্ত চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না। তবে বীমার আওতায় থাকার ফলে তারা এখান থেকে বড় ধরনের একটা চিকিৎসাজনিত সহায়তা পাবে। এমনকি কর্মচারীরা চাইলে তাদের স্পাউস ও সন্তানদের এ বীমার অন্তর্ভুক্ত করতে পারবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।