মাধবপুরে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা পশ্চিম পাড়া থেকে ইফতেখার মিয়া (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাঘাসুরা গ্রামের মো: শাহ আলম এর পুত্র ইফতেখার মিয়া।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বসতঘরের বারান্দার চালের খাপের সাথে ইফতেখারের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন।এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই সাইদুল।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।আইনগত প্রক্রিয়া চলমান।