মাধবপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ০৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল পৌঁনে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউপিস্থ পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দক্ষিণ পাশে সুরমা চা বাগানের ২০নং ডিভিশনের কাঁচা রাস্তার উপর থেকে ভারতীয় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ প্রদীপ চন্দ্র দাশ (৩৮), ও সুমন মিয়া (২০) নামে দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেন।
এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন নোয়াপাড়া ইউনিয়নের বৈকন্ঠপুর চা বাগান গ্রামের মৃত যোগেন্দ্র চন্দ্র দাশের পুত্র প্রদীপ চন্দ্র দাশ (৩৮), একিই ইউনিয়নের ইটাখোলা (মোড়াপাড়া) গ্রামের মৃত রমজান আলীর পুত্র সুমন মিয়া (২৪),।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত দুইজন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং৪২) রুজু করে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে দিকে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।