এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে শাবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

শাবিপ্রবি প্রতিনিধি
এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও ক্যাম্পাস সবুজায়নে দেড় হাজার গাছ রোপণ কর্মসূচি শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গোলচত্বরের পাশে একটি বৃক্ষরোপণ করে এই কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ দশ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবেই আজকে আমাদের এই কর্মসূচি। ক্যাম্পাসে পরিবেশ ভারসাম্য রক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আমরা।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবির, এস্টেট শাখার পরিচালক অধ্যাপক ড. রুমেল আহমেদ, শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ও সৈয়দ মুজতবা আলী হলে প্রভোস্ট ড. সায়েদ আরেফিন খাঁন ও আইকিউএসির সহকারী পরিচালক ইসরাত ইবনে ইসমাঈল।
এসময় ছাত্রলীগের সহ-সভাপতি ফারহান রুবেল, আইরিন লিনজা, মারুফ মিয়া, টিটু মিয়া, নাজমুল, রাকিবুজ্জামান রাকিব, আশিকুর রহমান আশিক, আয়াজ চৌধুরী ও শিমুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা সায়মন পুষ্প ও উজ্জ্বল মিয়া, সাংগঠনিক সম্পাদক আর কে রাকিব, নুরে আলম শ্রাবণ, অমিত সাহা ও ফারহান হোসেন চৌধুরী আরিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।