সিলেটে তিন পিকআপ ভর্তি গরু উদ্ধার, আটক ৩

দৈনিকসিলেটডটকম
সিলেটে তিন পিকআপ ভর্তি ১৮ চোরাই গরুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জসিম উদ্দিন (৩৫), মোঃ সাদেক মিয়া (৪২), মোঃ রহিছ মিয়া (৩৯)।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস এলাকা থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস এলাকায় ৩টি পিকআপ গাড়ীতে ভারত হতে অবৈধভাবে চোরাইপথে আনা ১৮টি গরু উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ৩ চোরাকারবারীকে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ।