সিলেট বিভাগে বিএনপি থেকে ৯ নেতা বহিষ্কার

দৈনিকসিলেটডেস্ক
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সারাদেশের ৭৩ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ২৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
সিলেট বিভাগ থেকে আছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক 1,সেবুল মিয়া, চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌউছ খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ছবি চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহেলা বেগম হাসনা, চেয়ারম্যান প্রার্থী ও দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, চেয়ারম্যান প্রার্থী ও সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন বেগম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলার খাজানজি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রব সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাউছার খান।
দলের সহসভাপতি শারমিন আক্তার টুকটুকি।