আজমিরীগঞ্জে সিজারিয়ান করতে গিয়ে নারীর জরায়ু কা ট লে ন চিকিৎসক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তান প্রসব করাতে গিয়ে নারীর জরায়ু কেটে কেটে ফেলার অভিযোগ উঠেছে সবুর হোসেন নামে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে।
সোমবার (২৯) বিকাল চারটায় পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী নাদিরা আক্তারের সিজারিয়ান অপারেশন করার সময় এই ঘটনা ঘটে। তবে চিকিৎসকের দাবী ‘অতিরিক্ত রক্তক্ষরণের ফলে জরায়ু কাটতে হয়েছে ৷’
নাদিরার স্বজন সাইফুল ইসলাম রুবেল জানান, ‘প্রসবের তারিখ নিকটে হওয়ায় সোমবার দুপরে নাদিরাকে নিয়ে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে এনে ভর্তি করান। বিকাল সাড়ে তিনটায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. সবুর হোসেন বাচ্চা প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন শুরু করেন। অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক সবুর হোসেন নাদিরার জরায়ু কেটে ফেলেন। তিনি আমাদের কোন অনুমতিই নেননি।’
এ বিষয়ে ডা. সবুর হোসেন বলেন, অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হয়। আমরা ঘণ্টাখানেক উনাকে রক্ত দেই ৷ এরপর উনার রক্তক্ষরণের পরিমাণ বেশী হলে উনার জরায়ু কাটা হয় ৷ এসব জটিলতা দেখা দিলে জরায়ু কাটতে হয়। এটা নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যেকোন ক্ষেত্রেই হতে পারে ৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, এ বিষযে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।