প্রবাসীর অর্ধলক্ষ টাকা ফিরিয়ে দিয়ে পঞ্চমুখর প্রশংসায় যুবক!

দোয়ারাবাজার প্রতিনিধি
জানা যায়, গত দেড় মাস আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুরবাজারের জাকির টেলিকমের পরিচালক মো: জাকির হোসেনের ব্যাংক একাউন্টে হঠাৎ করে ৭৬ হাজার ৫০ টাকা ঢুকে যায়। জাকির হোসেন তার একাউন্টে অনাকাঙ্ক্ষিত এমন টাকা দেখে টাকা দাতাকে ফিরিয়ে দিতে নানা প্রচেষ্টা চালিয়ে যান। টাকা দাতা প্রবাসী হওয়ায় তিনি প্রকৃত মালিককে খোজে পাচ্ছিলেন না। অবশেষে দীর্ঘ দেড় মাস পরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় টাকার প্রকৃত মালিককে খোজে পাওয়া যায় চুয়াডাঙ্গা জেলায়। ফলে তিনি চুয়াডাঙ্গার প্রকৃত মালিকের কাছে টাকা ফিরিয়ে দিতে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে পঞ্চমুখর প্রশংসায় প্রশংসীত হন তিনি।
জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজ থেকে প্রায় দেড় মাস আগে আমার একাউন্টে ৭৬ হাজার ৫০ টাকা ঢুকে। তারপর থেকে আমি টাকার প্রকৃত মালিককে খোজে বের করতে চেষ্টা করি। অবশেষে আজ আমি মালিককে পেয়েছি এতদিন টাকা টা আমার কাছে আমানত হিসেবে ছিল আজ আমি দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্থান্তর করি।