সিলেটে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের কর্তৃক গাড়ী ভাংচুর ও আগুন

দৈনিকসিলেট ডটকম
সিলেটের শাহপরাণ (রঃ) থানাধীন দাসপাড়া সাকিনস্থ আঃ হকের বাড়ীতে প্রবেশের রাস্তার মুখে তামাবিল মহাসড়কের উপর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি লেগুনা গাড়ীতে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে রাত ৯ টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় তারা রাস্তা অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাষ্ট্র ও সরকার বিরোধী শ্লোগান দিয়েছে এবং ইট-পাটকেল নিক্ষেপ সহ একটি লেগুনা গাড়ীতে আগুন ধরিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিত্ত করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তিনি আরো জানান, এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় কর্মরত এস. আই. শাহিন কবির ১৯ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন ১. মনজুরুল ইসলাম মঞ্জু (৪৭), সহ-সভাপতি সিলেট মহানগর জামায়াত, পিতা-ফারুক মিয়া, গ্রাম খাদিমনগর বিআইডিসি), ২. আব্দুল বাতেন নাহিদ চৌধুরী (৪৫), সহ-সভাপতি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি, পিতা-মৃত আব্দুল মুত্তালিব চৌধুরী, গ্রাম-শাহপরাণ উপশহর (৪নং ওয়ার্ড) (বাসা নং-০৬, রোড নং-০২), ৩. জাহেদ (৪২), যুগ্ম-সম্পাদক, সিলেট জেলা যুবদল, পিতা-মাহমুদ আলী, গ্রাম-কল্পগ্রাম, ৮. ইমদাদুল হক ইমু (৩০), যুগ্ম-সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, পিতা-মৃত আনা মিয়া, গ্রাম-পানপাড়া), ৫. মোহাইমিনুল হক তপু (৩০), সদস্য সচিব এম.সি. কলেজ ছাত্রদল, পিতা-মৃত আইয়ুব আলী আনা মিয়া, গ্রাম-দাসপাড়া (৬নং ওয়ার্ড), ৬. আশরাফুল আলম আহাদ (৩১), সদস্য সিলেট জেলা যুবদল, পিতা-মৃত কছির আলী, গ্রাম-বংশিধর (৭নং ওয়ার্ড), ৭. ফজলুর রহমান (৪৫), সহ-সভাপতি খাদিমপাড়া ইউ/পি বিএনপি, পিতা-মৃত আকবর আলী, গ্রাম-মোকামের গুল (৮নং ওয়ার্ড), ৮. আলী হোসেন (৪৫), সাবেক সাংগঠনিক সম্পাদক ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি, পিতা-মৃত আলী নেওয়াজ, গ্রাম-পীরের বাজার (ইউনাইটেড হাউজিং আ/এ, রোড নং-০১, ৯. মামুন মহালদার (২৪) সদস্য, সিলেট সদর উপজেলা ছাত্রদল, পিতা-মৃত আশরাফ মহালদার, গ্রাম-(শাহপরাণ (রহঃ) মাজারের পাশে), ১০. মারুফ আহমেদ অনিক (২৮), সহ-সভাপতি ৪নং খাদিমপাড়া ইউ/পি ছাত্রদল, পিতা-অজ্ঞাত, থানা-শাহজালাল উপশহর, ১১. বদরুল ইসলাম (২৮), সহ-সভাপতি সিলেট সদর উপজেলা ছাত্রদল, পিতা-ইরাজ মিয়া, গ্রাম-টিকরপাড়া (পীরেরবাজার), ১২. নিজাম উদ্দিন (৫০), সাবেক সভাপতি এবং খাদিমপাড়া ইউ/পি, পেছোনে পিতা-মৃত ময়না মিয়া, গ্রাম-চুয়াবহর বটেশ্বর, ১৩. মোঃ মাছুম আহমদ (২৯), সদস্য সিলেট সদর উপজেলা ছাত্রদল, পিতা-মোঃ আব্দুল হান্নান, গ্রাম-বংশীধর (খাদিমনগর), ১৪. এমদাদ (২৫), সদস্য সিলেট সদর উপজেলা ছাত্রদল, পিতা-মৃত নুর মিয়া, গ্রাম-বালুটিকর (৬নং ওয়ার্ড), ১৫. জলিল (৪৫), সাবেক সভাপতি ৪নং খাদিমপাড়া ইউ/পি যুবদল, পিতা-অজ্ঞাত, গ্রাম-বালুটিকর, ১৬. ফয়জু (৩৬), সহ-সভাপতি সিলেট জেলা ছাত্রদল, পিতা-অজ্ঞাত, গ্রাম-পীরের বাজার, ১৭. সুফিয়ান (৩৪), সহ-প্রচার সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, পিতা-আঃ রহিম, গ্রাম-বালুটিকর, ১৮. হাসান (২৩) অর্থ-সম্পাদক, ৪নং খাদিমপাড়া ইউ/পি ছাত্রদল, পিতা-সুরুজ মিয়া, গ্রাম-কচগ্রাম, ১৯. খালেদ (৪৫), যুগ্ম আহবায়ক সিলেট সদর উপজেলা যুবদল, পিতা-মৃত আঃ রহমান, গ্রাম বংশিধর, সর্বথানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট উপরোক্ত আসামীগনদেরকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি নিশ্চিত করে জানান আসামীগণ পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। তবে আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।