বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন কাল। সোমবার শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। অবাদ-সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সকল সরঞ্জাম ও জনবল। কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বুধবার (৮মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলায় ৩টি পদে ‘আওয়ামী লীগ, বিএনপি ও আঞ্জুমানে আল-ইসলাহ’র ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে আবার রয়েছেন যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র প্রবাসী ৮ জন প্রার্থী।
৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বিশ্বনাথ উপজেলার ১ লক্ষ ৮৮ হাজার ৩৭ জন ভোটার ৭৪টি ভোট কেন্দ্রের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ৩টি পদে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন ও বিএনপির ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন ও বিএনপির ১ জন এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ২ জন ও আঞ্জুমানে আল-ইসলাহ’র ১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।