যে দুই গুণ থাকলে প্রভার প্রেমিক হতে পারবেন

দৈনিকসিলেট ডেস্ক :
ছোট পর্দার এক সময়ের আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা। ভালো অভিনয়ের পাশাপাশি নানা সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নানা বিতর্কের মুখমুখী হতে হয়েছে এ অভিনেত্রীকে। তবে এখন এ সবই অতীত। সম্প্রতি জানা গেলো বেশ ভালো আছেন এই অভিনেত্রী। নতুন করে সম্পর্কেও জড়াতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভার কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রভার প্রেমিক হতে হলে কী যোগ্যতা থাকা লাগবে? প্রভা যেটা বলেছিলেন, যোগ্যতার তালিকাটা দীর্ঘ নয়। বরং প্রেমিক বা পাত্রের দুটি গুণ থাকলেই চলবে। এক— শতভাগ বিশ্বস্ত হতে হবে। আর দুই নম্বর—কোনোভাবেই মাদকের সঙ্গে সম্পর্ক থাকা যাবে না। ব্যস, এই গুণ দুটো হলেই চলবে। এ দুটো ছাড়া আর সবকিছু মানিয়ে নিতে পারবেন। প্রভা ভালো করেই জানেন, ভালো-মন্দ মিলিয়েই মানুষ। তবে কেউ যদি প্রতারণা করে, তখন সম্পর্কের আর কিছু থাকে না।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।