কানাইঘাটে চোরাচালান মামলার আসামী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাচালান মামলার আসামী সুমন আহমদ গ্রেফতার। জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে থানার এস.আই পীযুষ সিংহ অভিযান পরিচালনা করে দর্পনগর পশ্চিম নালুহারা গ্রামের জসিম উদ্দিনের পুত্র চোরাকারবারী মামলার আসামী সুমন আহমদকে স্থানীয় সড়কের বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।
উল্লেখ্য চিনি বহনকারী পিকআপ গাড়ী চালক সুমন আহমদ সহ ৪ জনকে আসামী করে ভারতীয় চিনি অবৈধভাবে দেশে এনে বিক্রির অপরাধে থানা পুলিশ বাদী হয়ে গত ১০ মার্চ কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে সুমন আহমদ সহ এজাহার নামীয় আসামীরা পলাতক রয়েছে। গতকাল বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে পুলিশ।