শিক্ষা ও শান্তিতে সমৃদ্ধ উপজেলা গঠনের লক্ষ্যে নির্বাচনে এসেছি: মো. মজির উদ্দিন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শিক্ষায় পিছিয়ে থাকা, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানহীন কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আমি কোম্পানীগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখি, আগামীর কোম্পানীগঞ্জ হবে স্মার্ট, উন্নত আধুনিক ও দক্ষ জনগোষ্ঠীময় একটি উপজেলা।
আমি পড়াশোনা শেষ করে চাকরিতে প্রবেশ করি। আমার চাকরি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অবহেলিত কোম্পানীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত শিক্ষার মাধ্যমে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। যে উপজেলায় আমার জন্ম, যে আলো বাতাসে বড় হয়েছি সেই কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে অবহেলিত কোম্পানীগঞ্জকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমি কোম্পানীগঞ্জ উপজেলার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছি।
বুধবার রাত ৯টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ৬ষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মজির উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি। আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে কোম্পানীগঞ্জের নাগরিক হিসেবে গড়ে তুলি তাহলে আমাদের জন্য সেটি মঙ্গল জনক হবে না। আমরা আমাদের আগামী প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের কোমলমতি শিশুদের আধুনিক স্মার্ট এবং বিজ্ঞান মনষ্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন করে গড়ে তুলতে চাই যেন পৃথিবীর যে কোন প্রান্তে গেলে তাদের দক্ষতা দিয়ে কর্মসংস্থান তৈরি করে নিতে পারে। আমি কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি নাগরিককে উন্নত, শিক্ষিত, স্মার্ট বিজ্ঞানমনস্ক মডেল উপজেলার স্বপ্ন দেখাতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন, সিলেট প্রতিদিনের আব্দুল আলীম, বিজয়ের কণ্ঠের মঈন উদ্দিন মিলন, আজকের খবরের নুরুল আমিন বাবুল, শ্যামল সিলেটের আকবর রেদওয়ান মনা, দৈনিক জালালাবাদের আব্দুল জলিল, দৈনিক যুগান্তরের সোহরাব আহমদ, আধুনিক কাগজের ফখর উদ্দিন, যুগভেরীর মাসুদ আহমদ, দৈনিক খোলা কাগজের আহমেদ শরীফ, সিলেট মিরর’র কবির আহমদ, জৈন্তাবার্তার ফারুক আহমেদ, তরুণ কণ্ঠের সোহেল আহমদ প্রমূখ।
তিনি আরো বলেন, সুষ্ঠ এবং নিরপক্ষ নির্বাচনে ভূমিকা রাখার জন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। একটি ভোটও যেন জাল না হয়। প্রতিটি ভোটার যেন তাদের আমানতটুকু নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। শিক্ষা ও শান্তিতে সমৃদ্ধ উপজেলা গঠনের লক্ষ্যে আমাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। ৩০ বছর পর কেমন কোম্পানীগঞ্জ হবে সেই স্বপ্নে এখনি যাত্রা করতে হবে। এখন যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।