বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সোহেল, মুহিব ও করিমা বিজয়ী

বিশ্বনাথ প্রতিনিধি
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী কাপ পিরিচ প্রতিকে ১৩ হাজার ৩৩২ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। তার প্রাপ্ত ভোট আনারস প্রতিকে ১২ হাজার ৯৬৮। ১১ হাজার ৬৯৯ ভোট পেয়ে দোয়াত কলম প্রতিকে তৃতীয় হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা প্রবাসী মোহাম্মদ সেবুল মিয়া।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের নেতা মুহিবুর রহমান সুইট। তার প্রাপ্ত ভোট মাইক প্রতিকে ১৬ হাজার ৯৮৬।নিকটতমও প্রতিদ্বন্ধি আল ইসলাহর নেতা বই প্রতিকে ১৩ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে করিমা বেগম কলস প্রতিকে ২৩ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতমও প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম। তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ১৫৬ ভোট।বুধবার রাত পৌনে ১ঘটিকায় এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী।