নির্বাচনে প্রচার-প্রচারণা ছাড়াই ৯১৪টি ভোট পেলেন মাসুম

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন, মো. আজির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক, সোয়েব আহমদ (ঘোড়া) প্রতীক, রফিকুল ইসলাম সুন্দর (আনারস) প্রতীক ও মাসুম আহমেদ হাসান (উট) প্রতীক।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতিত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী পুরো উপজেলাজুড়ে মিছিল, মিটিং ও সভা করে তাদের পক্ষে কাজ করার এবং ভোট দেওয়ার আহ্বান জানান। নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করেন।
এ দিক দিয়ে পুরোই ব্যতিক্রমি ছিলেন উট প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুম আহমেদ হাসান। সবাই যেখানে নিজেদের প্রতীকে ভোট আদায়ের সভা করছিলেন, সেখানে মাসুম নিজের প্রচারণা ছেড়ে করেছিলেন আজির উদ্দিনের মোটরসাইকেল প্রতীকের প্রচারণা।
মূলত তার পিতা আজির উদ্দিন-যিনি সেই উপজেলা পরিষদ নির্বাচনেরই আরেক চেয়ারম্যান প্রার্থী। আজির উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে ৩২৯১৬টি ভোট পেয়ে চেয়ারম্যানের চেয়ার নিজের করে নেন।
তিনি তার নিজের উট প্রতীকের নির্বাচনী প্রচারণা না করে বাবার মোটরসাইকেল প্রতীকের প্রচারণা করেন এবং শেষ পর্যন্ত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আজির উদ্দিনের বিজয় নিশ্চিতে সহায়তা করেন।
এদিকে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আজির উদ্দিন-মোটরসাইকেল প্রতীক ও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবিদুর রহমান-চশমা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬৯ কেন্দ্রে মো. আজির উদ্দিন ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সোয়েব আহমদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।
তৃতীয় স্থানে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (আনারস) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট ও চতুর্থ স্থানে থাকা ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ হাসান উট প্রতীকে পেয়েছেন ৯ শত ১৪ ভোট।
এছাড়াও মাওলানা আবিদুর রহমান চশমা প্রতীকে ২৫ হাজার ১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৬১ ভোট। তৃতীয় স্থানে থাকা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮২৩ ভোট ও চতুর্থ স্থানে থাকা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট।