সিলেটে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিকসিলেটডটকম
সিলেটে ডিবি অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৯মে) রাত ৮টার দিকে দলদলি চা বাগানস্থ একটি বাড়ি থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম শংকর দাশ, তিনি দলদলি চা বাগানের মৃত শিবা দাশের ছেলে।
মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককালে তার কাছ থেকে এক কেজি ওজনের ২০০ পুরিয়া গাঁজা ও ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।