কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচনে এগিয়ে মজির উদ্দিন

দৈনিকসিলেট প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক)।
বিকাল ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ১৮টি কেন্দ্রের ফলাফলে মজির উদ্দিন ১৩ হাজর ১৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ শামীম এসব সেন্টারে পেয়েছেন ৯ হাজার ৮৪৩ ভোট।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।