প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ

দৈনিকসিলেটডটকম
দৈনিকসিলেটডটকম-এ গত ২৭ মে ‘স্ত্রীকে লন্ডন নেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্বামী’
শিরোনামে প্রকাশিত সংবাদের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন মোঃ নজরুল ইসলাম। ২ জুন দৈনিকসিলেটডটকমে পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি বলেন সংবাদটি সত্য নয়। তিনি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি বলেন নাসিমা আক্তার লন্ডন নেয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী এবং আমার সম্মানহানি করছেন।
প্রতিনিধির বক্তব্য: উল্লেখিত সংবাদটিতে আমাদের নিজস্ব কোন বক্তব্য নেই। নাসিমা আক্তার বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার বিবরণ থেকে প্রাপ্ত তথ্য প্রকাশিত সংবাদে এসেছে। এছাড়া বাদী নাসিমা আক্তার এবং বিবাদি মোঃ নজরুল ইসলামের বক্তব্যও সংবাদে প্রকাশ করা হয়েছে।