শ্রীমঙ্গলে ৬৪ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ১

দৈনিকসিলেট প্রতিবেদক
৭ এপিবিএন’র অভিযানে ৬৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানার কোনাপাড়া আনদ কালিন্দীর বসত ঘরে অভিযান পরিচালনা করে ৬৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত আনদ কালিন্দী (৬০) শ্রীমঙ্গল থানার মির্জাপুর কোনাপাড়া গ্রামের মৃত রামপ্রসাদ কালিন্দীর ছেলে।
এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির ঘটনার বিষয়ে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করেন।