মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) ভোর রাত্রে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার নারায়ণপুর গ্রামের সাইদুল মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন।
মাধবপুর থানার এএসআই উত্তম কুমার জানান, মাদক মামলায় মাননীয় আদালত কর্তৃক ৭ বছর কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি আসলে গোপন তথ্য পেয়ে ভোর রাত্রে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
এএসআই উত্তম কুমার জানান, আসামি সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন এর নামে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।