দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত
দৈনিকসিলেট প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জের যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাই শহরের আল কুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে তুহিন মিয়া (২৬)।
তার বাবা ও স্বজনেরা জানান, তুহিন দুবাইতে থাকেন। আজ বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর স্থানীয় একটি হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।
তুহিনের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত এবং অসুস্থ হয়ে পড়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন