গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে দগ্ধ ১০
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ জানায়, সিলিন্ডার থেকে গ্যাস খালি করার সময় জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে বলে আহতরা জানিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় ইউনুস মার্কেটে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে গ্যাস সিলিন্ডারের দোকান ও গুদামে বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছে তাদের কাছে। ফায়ার কর্মীরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধ শ্রমিক ও দোকানিসহ ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।
আহতরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান(৪৫) এবং শ্রমিক সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস(২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন(২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) এবং মোহাম্মদ ছালে (৩৩)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, সকাল সোয়া ৮টার দিকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের প্রত্যেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান।
আহত শ্রমিকদের বরাতে এএসআই আলাউদ্দিন বলেন, ‘আহত মাহবুবুর রহমানের মালিকানাধীন দোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হয়। দোকানের ভেতরেই সিলিন্ডার জমা রেখে সেটিকে গুদাম হিসেবেও ব্যবহার করা হয়। সেখানে সিলিন্ডার থেকে গ্যাস আনলোড করার সময় এক শ্রমিকের মুখে ছিল জ্বলন্ত সিগারেট। সেই সিগারেট থেকে আগুন লেগে হঠাৎ বিস্ফোরণ ঘটে।’
তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।