সিলেটে হাসান হত্যা মামলায় বাবা ও দুই ছেলের মৃত্যুদণ্ড
দৈনিকসিলেট ডটকম
সিলেটের বালাগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবা ও দুই ছেলের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের মৃত আব্দুল মোবাশ্বিরের ছেলে আব্দুস সবুর পুতুল, তার ছেলে ফাহাদ আহমদ রাহী ও আব্দুল মোমিন রনি। রায় ঘোষণার সময় আব্দুস সবুর পুতুল আদালতে উপস্থিত থাকলেও রাহী ও রনি অনুপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ মে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা মার্কেটের হাসান ফার্মেসি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক হাসান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হাসামপুর বায়তুন নুর জামে মসজিদে মুসল্লিদের লিচুর জুস সরবরাহ নিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। জুসের টাকার জন্য হাসানকে গালিগালাজ করেন রাহী। এ সময় রাহীর পক্ষ নিয়ে অন্যরা কিল-ঘুষি মারেন হাসানকে। একপর্যায়ে রাহী ছোরা দিয়ে হাসানকে ছুরিকাঘাত করতে থাকেন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় হাসান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই হোসাইন আহমদ সাহান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বালাগঞ্জ থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আল আসলাম মুমিন ও আসামীপক্ষে অ্যাডভোকেট ফারজানা হাবিব চৌধুরী।