‘এখন নাটক পরিবার নিয়ে দেখা সম্ভব হয় না’
দৈনিকসিলেটডেস্ক
নাট্যকার ও নির্দেশক জিনাত হাকিম। তার আরেকটি পরিচয় হলো তিনি গুণী অভিনেতা আজিজুল হাকিমের স্ত্রী। বর্তমানে নাটক নির্দেশনা বেশ কম দিচ্ছেন। বেছে বেছে পছন্দমতো নির্মাণ করতেই ভালোবাসেন তিনি। সবশেষ তার চিত্রনাট্য ও পরিচালনায় যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সন্ধ্যাতারা’। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুস্তাফা কলি, তানিয়া আহমেদসহ অনেকে। বর্তমান ব্যস্ততা নিয়ে জিনাত হাকিম বলেন, বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। কয়েকটি বিজ্ঞাপনের কাজ হাতে রয়েছে। ইতিমধ্যে আমেরিকাতে দুটো বিজ্ঞাপনের শুটিং শেষ করেছি। সামনে আমার লেখা একটি নাটকের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই শুটিং শুরু হবে। নাটকের নাম ‘তুমি আমি এবং সে’। দেশের বাইরে আমার বেশ কিছু মঞ্চ নাটকের ইভেন্টও আছে। জিনাত হাকিম জানান, অনেকদিন ধরেই একটি বই লেখার চিন্তা করছেন। সব ঠিক থাকলে আগামী বইমেলায় প্রকাশ করবেন। আগের নাটকের সঙ্গে এখনকার নাটকের পার্থক্য কেমন মনে হয়? উত্তরে তিনি বলেন, আগের সঙ্গে এখনকার বিশাল পার্থক্য রয়েছে। সময়ের সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়। নাটকের প্রতি মানুষের ভালো লাগা আগের থেকে বেড়েছে। এর বড় কারণ হচ্ছে ফেসবুক ও ইউটিউব। এর কল্যাণে মানুষের নাটক দেখা সহজ হয়েছে। নাটকের ফরমেটেও অনেক পরিবর্তন এসেছে। আগে একক নাটক ৪০ মিনিটের হতো। আর এখন ছোট ছোট পরিসরে নাটক নির্মাণ হচ্ছে। এ ছাড়া টেকনিক্যালিও অনেক পরিবর্তন ঘটেছে। নাট্যাঙ্গনে নতুন নতুন অভিনয়শিল্পী ও নির্মাতারা এসেছেন। তারা সবাই প্রচুর চেষ্টা করছেন। যে কারণে নাটকের চাহিদাটাও বেড়েছে। নতুন নির্মাতাদের প্রসঙ্গে জিনাত হাকিম বলেন, আমাদের সময় যারা নাটক নির্মাণ করতেন তার অত্যন্ত গুণী ছিলেন। বর্তমান সময়ে তরুণরাও নানা ধরনের নাটক নির্মাণ করছেন। আমি দেখেছি নতুনরা খুব সময় নিয়ে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করে। নাটকের অশ্লীলতা ও উদ্ভট নাম প্রসঙ্গেও তিনি কথা বলেন। জিনাত হাকিম বলেন, একটা নাটকের নামই সেটাকে ফুটিয়ে তোলেন। সাধারণত নাটকের দর্শকরা একটু রুচিশীল হয়ে থাকে। কিন্তু অশ্লীলতা এবং উদ্ভট নামের জন্য দর্শক হারাচ্ছে আমাদের নাটক। একসময় পরিবার নিয়ে একসঙ্গে বসে নাটক-সিনেমা দেখা যেতো। কিন্তু এখন বেশির ভাগ নাটকই পরিবারের সঙ্গে বসে দেখা সম্ভব হয় না।