বিজয় দিবস উপলক্ষে মিশিগানে আলোচনা সভা
দৈনিকসিলেট ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ মিশিগান যুক্তরাষ্ট্রের ব্যনারে আলোচনা সভা, দোয়া ও নৈশভোজ অনুষ্টিত হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান ও সাবেক ছাত্রনেতা মো. আফজাল হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সভায় বক্তারা বলেন, ধৈর্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও ২ লাখ বীরাঙ্গনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খুব শিঘ্রই দেশে বড় ধরনের পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের সাথে খাপ-খাইয়ে সবাইকে দেশ গঠনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিশিগান আওয়ামী লীগ নেতা সাবুল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক সাদেক খাঁন খোকন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওসমানীনগর আওয়ামী লীগের সাবেক প্রবীন মুরব্বি আব্দুর রব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ সেবুল, চট্রগ্রামের সাবেক ছাত্রনেতা হাসান মুরাদ চৌধুরী ,মিশিগান স্টেট আওয়ামী লীগ নেতা নজরুল রহমান, বিয়ানীবাজার উপজেলা সাবেক ছাত্রনেতা সুলতান জে শরীফ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইন্জিনিয়ার আহাদ আহমদ, সাবেক ছাত্রনেতা জাবেদ সিরাজ, মিশিগান স্টেট যুবলীগের সহসভাপতি মো. মোমিন হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম তুষার, রেজাউল হাসান।
আরো উপস্থিত ছিলেন মিশিগান কমিউনিটি নেতা মতিউর রহমান শিমু, মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলি আহমদ ফারিশ, জাফর ইকবাল মল্লিক, মো. ইউনিস, ইমরান চৌধুরী রাজীব, সারোয়ার খান, আলি আহমদ, শাহ মো. আজরাফ, ইমরুল হাসান ইমরান, শিপলু মল্লিক, ফয়ছল আহমদ, তাজুল চৌধুরী, পারভেজ আহমদ, মো. শাহিদুল আলম, মো. হানিফ, হুমাউন কবির রুহেল, মিশিগান ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ আরমান জিসান, মো. মালেক প্রমুখ।